ইন্টার্নশিপ

কেন্দ্রীয় সংস্থা DRDO-তে ইন্টার্নশিপের সুযোগ! প্রতিমাসে ১২০০০/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।

ভারতবর্ষের ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এক কথায় DRDO-র পক্ষ থেকে বিজ্ঞান শাখার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত এক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে। যেখানে চাকরিপ্রার্থীদের মাসিক বৃত্তি সহ কর্মজীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপ প্রশিক্ষণ দেওয়া হতে চলেছে। বিভিন্ন গবেষণার কাজে ইচ্ছুক ছাত্রছাত্রীরা একেবারেই এই সুযোগ হাতছাড়া করবেন না।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

কোন কোন যোগ্যতা থাকলে এই ইনডান্সেপের জন্য আবেদন জানাতে পারবেন? ইন্টার্নশিপটির মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা প্রদান করা হবে? এখানে কিভাবে আবেদন জানাবেন? নিয়োগ কিভাবে করা হবে? প্রতি মাসে কত টাকা বৃত্তি পাবেন? এই সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেতে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

আবেদনের যোগ্যতা

যে সমস্ত চাকরিপ্রার্থীরা অথবা শিক্ষার্থীরা বিজ্ঞান অথবা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি ন্যূনতম ১৮ বছর থেকে ২৮ বছর বয়সি চাকরি প্রার্থীদের জন্যই এই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।

সুযোগ সুবিধা

১) কেন্দ্রীয় সরকারের অন্তর্গত গবেষণা ভিত্তিক সংস্থায় ইন্টার্ন হিসেবে নিযুক্ত হলে প্রার্থীরা বিভিন্ন কাজ এবং গবেষণা সংক্রান্ত একাধিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।

২) এর পাশাপাশি এটি পরবর্তী সময়ে নতুন কাজের সুযোগের ব্যবস্থা করে দেবে চাকরিপ্রার্থীদের জন্য।

৩) অন্ততপক্ষে ৪ সপ্তাহ থেকে ৬ সপ্তাহের এই ইন্টার্নশিপ শেষ হলে একটি মূল্যবান সার্টিফিকেট পাবেন নিযুক্ত প্রার্থীরা।

৪) ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে যথেষ্ট ভালো মানের বেতন বা বৃত্তির ব্যবস্থা থাকবে নিযুক্ত প্রার্থীদের জন্য।

মাসিক বৃত্তির পরিমাণ

এখানে পদ এবং ইন্টার্নশিপের প্রকারভেদ অনুসারে ৮০০০/- টাকা থেকে ১২০০০/- টাকা পর্যন্ত মাসিক বৃত্তি পাবেন নিযুক্ত শিক্ষার্থীরা।

আবেদন পদ্ধতি

উল্লেখিত ইন্টার্নশিপে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের সবার প্রথমে নিজের নিকটবর্তী DRDO কেন্দ্রের সম্পর্কে DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এরপর আপনার পছন্দমত কেন্দ্রের ইমেইল আইডিতে নিজের একটি আকর্ষণীয় বায়োডাটা, প্রয়োজনীয় নথিপত্র সহ পাঠিয়ে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

যোগ্য প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে DRDO-র পক্ষ থেকে একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের জন্য জানিয়ে রাখি, এখানে কোনরকম আবেদনের দিন উল্লেখ করা হয়নি। তাই ইচ্ছুক প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদে আবেদন সেরে ফেলুন।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements