চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর! পশ্চিমবঙ্গ রাজ্যসভার সমস্ত দেশের চাকরিপ্রার্থীদের নতুন চাকরির জন্য আহ্বান জানাচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য হিসেবে বিভিন্ন পদে নির্বাচিত হবেন, তারা প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।
আজকের প্রতিবেদনের মাধ্যমে এই দুর্দান্ত নিয়োগের পদের বিবরণ, মাসিক বেতনের পরিমাণ, অনুসারে আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে আলোচনা করা হলো। আপনি যদি এই রাজ্যের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদন দেয়া একেবারেই মিস করবেন না।
১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্য পদের সংখ্যা– ১৬৮ টি
মাসিক বেতনের পরিমাণ– ৩১,০০০/- টাকা থেকে ৯২,০০০/- টাকা
আবেদনের যোগ্যতা– যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী অথবা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস
২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (একাউন্টস)
শূন্য পদের সংখ্যা– ১১ টি
মাসিক বেতনের পরিমাণ- ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা
আবেদনের যোগ্যতা– কম্পিউটার নিয়ে স্নাতক ডিগ্রি
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)
শূন্য পদের সংখ্যা– ২১ টি
মাসিক বেতনের পরিমাণ– ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা
আবেদনের যোগ্যতা– ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রী।
৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস)
শূন্য পদের সংখ্যা– ৪ টি
মাসিক বেতনের পরিমাণ– ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা
আবেদনের যোগ্যতা– আপনি যদি LMV লাইসেন্স বিষয়ে স্নাতক ডিগ্রী
৫) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্য পদের সংখ্যা– ২ টি
মাসিক বেতনের পরিমাণ– ৩৬,০০০/- টাকা থেকে ১,১০,০০০/- টাকা
আবেদনের যোগ্যতা– হিন্দি অথবা ইংরেজি বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি কিংবা স্নাতক ডিগ্রী
বয়স সীমা
এটি পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন জানানোর যোগ্য। সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, গাড়ি চালানোর দক্ষতা, কমেন্ট ভেরিফিকেশন এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখান থেকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে নির্ধারিত আবেদনমূল্য দিয়ে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র গুলি সঠিক পদ্ধতি মেনে আপলোড করবেন।
আবেদনের শেষ তারিখ– ২৪শে মার্চ ২০২৫ তারিখ।ক
আবেদন মূল্য
Category | Application Fees |
General/OBC | Rs. 1000/- |
SC/ST/PwBD/Ex-Servicemen/Female | NIL |