Business Idea

BSNL সরকারি সিম কার্ড সংস্থায় কর্মী নিয়োগ! ১৪ই মার্চ পর্যন্ত আবেদন জানাতে পারবে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এর পক্ষ থেকে ২০২৫ সালের কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ৭৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের এই টেলিকম কোম্পানির পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের কাছে এই পদে আবেদন জানানোর একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

তাই অবশ্যই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে পদের নাম ও বিবরণ, মাসিক বেতনের পরিমাণ, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়বেন।

আবেদনের তারিখ

Registration start Date18-Feb-2025
Registration closing Date14-Mar-2025

পদের নাম ও শুন্যপদ-

BSNL কোম্পানির পক্ষ থেকে আইনি পরামর্শদাতা বা লিগাল কনসালট্যান্ট পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণভাবে স্থায়ী চুক্তিভিত্তিক পদে নিয়োগটি করা হবে।

শূন্য পদের সংখ্যা: ৩ টি

শিক্ষাগত যোগ্যতা- BCI এপ্রুভড যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে তিন বছরের LLB ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। একাডেমিক পড়াশোনায় আবেদনকারী চাকরিপ্রার্থীর ৬০% নম্বর থাকা আবশ্যক। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্ততপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা- ন্যূনতম যে কোন বয়স থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন- ভারত সঞ্চার নিগম লিমিটেড এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে উল্লেখিত পদে যে সমস্ত কর্মীরা নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে ৭৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধার বিবরণ জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করে একটি তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা অনুসারে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করবে BSNL। উল্লেখিত মেধা তালিকা থেকে প্রথম ৩ জন যোগ্য ব্যক্তিকে উল্লেখিত পদে নিযুক্ত করা হবে।

আবেদন প্রক্রিয়া- সরাসরি অনলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য অবশ্যই প্রতিটি প্রার্থীকে ৫০০/- টাকা আবেদনমূল্য প্রদান করতে হবে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে জমা করতে হবে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Back to top button
x
Advertisements