দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করা চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো দুর্দান্ত সুখবর! পশ্চিমবঙ্গ রাজ্যের SDO অফিসে এবার সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই বিষয়ে অফিসার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীরা এখানে সরাসরি নিযুক্ত হয়ে গেলে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন। এর পাশাপাশি থাকবে সরকারি দপ্তরে কাজ করার একাধিক সুযোগ সুবিধা।
তাই আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কোন যোগ্যতা এখানে আবেদন জানাবেন? কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? প্রতিমাসে বেতন কত পাবেন? কিভাবে নিয়োগ করা হবে? আবেদন কিভাবে জানাবেন? কতগুলি শূন্য পদ রয়েছে? ইত্যাদি সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।
একনজরে
নিয়োগকারী দপ্তর | পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা SDO অফিস |
শূন্য পদের সংখ্যা | ০১ টি |
বয়স সীমা | ৬৫ বছর |
মাসিক বেতন | ১২,০০০/- প্রতিমাসে |
নিয়োগ প্রক্রিয়া | ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
পদের নাম-অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে একাধিক যোগ্য কর্মীকে নিয়োগ করার জন্য বর্তমানে জেলা SDO অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
বয়স সীমা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তবে যে কোন বয়স থেকে আবেদন জানানো গেলেও আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবশ্যিকভাবে অভিজ্ঞতার যোগ্যতা থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম মাস থেকে ১২,০০০/- টাকা বেতন পাবেন।
অন্যান্য যোগ্যতা
উপরে উল্লেখিত পদের বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট পদে সরকারি দপ্তরে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে তবেই এই পদে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য জানানো হচ্ছে যে আগামী ০৬/০৩/২০২৫ তারিখে এই নিয়োগের জন্য ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। চাকরিপ্রার্থীরা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত ইন্টারভিউয়ের স্থানে সকাল ১১:৩০ এর মধ্যে পৌঁছে যাবেন।
আবেদন পদ্ধতি
উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর হাতে-কলমে সঠিক তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে একত্রিত করে ইন্টারভিউ এর ঠিকানায় জমা করতে হবে।