পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক কৃষকের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ফসলের জন্য বীমা সুরক্ষা প্রদান করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা যোজনা চালু রয়েছে। গত বছরে ফসল বপনের সময় বাংলার যে সমস্ত কৃষকেরা প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের ব্যাঙ্ক একাউন্টেই একে একে ঢুকে যাবে শস্য বীমার টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের উদ্দেশ্য ৩৫০ কোটি টাকার শস্য বীমা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের ৯ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ইতিমধ্যেই একাধিক কৃষকের ব্যাংক একাউন্টে ঢুকে গিয়েছে বীমার টাকা। তবে এবারে বাকি থাকা কৃষকদের ব্যাংক একাউন্টে এই টাকা ঢুকবে বলেই রাজ্য সরকারের খবর।
বাংলা শস্য বীমা যোজনা কি?
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষকদের জন্য শস্য বীমা যোজনা চালু করা হয়েছে। গত বছরের দানা ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই সমস্ত নির্দিষ্ট এলাকায় কৃষকদের ক্ষতিপূরণের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শস্য বীমা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ইত্যাদি জেলার কৃষকেরা রাজ্য সরকারের এই বীমার সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে।
বাংলা শস্য বীমা যোজনা স্ট্যাটাস চেক
উল্লেখিত প্রকল্পের আবেদনের পর অবশ্যই কৃষকদের আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে হবে। যে সমস্ত কৃষকেরা রাজ্য সরকারের পক্ষ থেকে যোগ্য বিবেচিত হবেন তারা প্রকল্পের স্ট্যাটাসটি ভালোভাবে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন টাকা ঢোকার বিষয়টি। এর জন্য অবশ্যই নিচে বলে দেওয়া ধাপ গুলি অনুসরণ করুন-
উপরের লিংকটিতে প্রথমেই ক্লিক করুন। এরপরে, Farmer ID বিকল্পটি বেছে নিয়ে নিজস্ব ভোটার কার্ড নম্বর লিখে সার্চ করুন। আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করে নিন।
যে সমস্ত কৃষকদের আবেদনের স্ট্যাটাসে “UTR soon to be updated against Claim Paid IN INR” -এই লেখাটি থাকবে, তারা আবশ্যিকভাবে এই মাসের মধ্যেই শস্য বীমা যোজনা টাকা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
“Claim is not yet generated against the given policy no” বা “Claim Not Reported Yet, if any will be updated” -এই লেখাটি থাকলে সেই সমস্ত কৃষকেরা আপাততভাবে শস্য বীমা যোজনা টাকা পাচ্ছেন না।