সরকার দিচ্ছে সবাইকে ১০ লক্ষ টাকা লোন! সাবসিডি পাবেন ৩ লক্ষ টাকা। আবেদন পদ্ধতি দেখে নিন।

By: WB Tathya

On: March 5, 2025

Follow Us:

Jansamarth Govt Loan

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

WhatsApp Join Now
Telegram Join Now

নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন এমন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এরিন একবার গ্রহণ করলে ৩ লক্ষ টাকার ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। থাক দশ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা শোধ করতে হবে না উপভোক্তাকে।

আসলে ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্ব কমানোর উদ্দেশ্যে ছোট কিংবা মাঝারি ব্যবসার দিকে মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অত্যন্ত কম সুদের দুর্দান্ত ঋণের সুযোগ করে দেওয়া হচ্ছে। দেশ থেকে বেকারত্ব দূরীকরণ এবং সকল যোগ্য ব্যক্তির কর্মসংস্থানের উদ্দেশ্যেই মূলত এই প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

প্রকল্পের নাম

প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP / Prime Ministers Employment Generation Programme

একাধিক ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় মোটা অংকের মূলধনের। তবে এই মূলধন জোগাড় করা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির পক্ষে প্রায় অসম্ভব। এই কারণেই বর্তমানে ব্যবসা ছেড়ে একাধিক চাকরির দিকে মনোনিবেশ করছে যুবক-যুবতীরা।

এর ফলে চাকরি ক্ষেত্রে বাড়ছে প্রতিযোগিতা। ফলস্বরূপ তৈরি হচ্ছে বেকারত্ব। এই ধরনের সমস্যার সমাধান ঘটানোর জন্যই মূলত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য ব্যবসার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে যুবক-যুবতীদের।

প্রকল্পের সুবিধা

১) এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি প্রার্থী নিজের ব্যবসা শুরু করার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন জানাতে পারবেন।

২) সুদের পরিমাণ- ৯%

৩) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রদত্ত ভর্তুকীর পরিমাণ- ৩,৮৫,০০০/- টাকা

আবেদনের যোগ্যতা

অন্ততপক্ষে ১৮ বছর বয়স হয়েছে এমন প্রার্থীরা নিজেদের ব্যবসা শুরু করার জন্য লোনের আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে আবশ্যিকভাবে ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমেই গুগল ক্রমে (Google Chorme) গিয়ে Jansamarth-নামক ওয়েবসাইটে নিজের যোগ্যতা যাচাই করে নিতে হবে। এর জন্য উল্লেখিত ওয়েবসাইটের ‘Business Activity Loan’ বিকল্পটি বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই জেনে নিতে পারবেন আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য কিনা।

এই প্রকল্পে আবেদনের যোগ্যতা থাকলে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে।

WhatsApp Join Now
Telegram Join Now

WB Tathya-তে আমরা ৬ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে ও জেনুইন চাকরির আপডেট দিয়ে আসছি। আমাদের YouTube, Facebook, TelegramWhatsApp-এ পাবেন Work From Home চাকরি, প্রাইভেট চাকরি, ইন্টার্নশিপ এবং অনলাইন কাজের খবর, সবই নির্ভরযোগ্য! Contact us: contactwbtathya@gmail.com

Leave a Comment

x
Advertisements