Tuesday, May 13, 2025
Homeচাকরির খবর১৭১৩ শুন্যপদে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করো।

১৭১৩ শুন্যপদে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করো।

Anganwadi: রাজ্য সরকারের মহিলা চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো কলকাতা উচ্চ আদালত। সম্প্রতি কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi) নিয়োগের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে অতি শীঘ্রই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার (Anganwadi Supervisor) পদে একাধিক কর্মী নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আদালতের অনুমোদনের ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে অতি শীঘ্রই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীরা, যারা এতদিন ধরে অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা আজকের প্রতিবেদন পড়ে হাইকোর্টের রায় সম্পর্কে বিশদে জেনে নিন। কতদিনের মধ্যে আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে?

Whatsapp Channel Follow
Telegram Channel Join

আইসিডিএস সুপারভাইজার মামলার ইতিহাস

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি নথি অনুযায়ী ১৯৯৮ সালে শেষবারের জন্য আয়োজিত হয়েছিল অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের পরীক্ষা। এরপরে ২০১৯ সালে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও থমকে যায় নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি। ওই বছর কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদ পূরণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ মানা হয়নি। এরফলেই তৈরি হয়, একাধিক তর্ক-বিতর্কের।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মাত্র ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করা হয়। বাকি ৩০৩৬টি পদে সরাসরি মহিলা কর্মচারীদের নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির অধিকার ক্ষুন্ন হয় বলে দাবি করা হয়েছিল। এই অভিযোগ নিয়ে সরাসরি আদালতের দ্বারস্থ হন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

এক্ষেত্র পরবর্তী সময় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে ৫০% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশার সম্পূর্ণভাবে অবমাননা করা হয়। যার কারণে পরবর্তী সময়ে এই মামলা জারি থাকে আদালতে। এর পরবর্তী সময়েও ৩৪৫৮ শূন্যপদের মধ্যে ১৭২৯টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমেই পূরণ করার রায় ঘোষণা করা হয়।

সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ ৫০-৫০ নিয়ম মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের রায় ঘোষণা করেন। এই নির্দেশ মেনে নিলে রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই ১৭০০ টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -
Goutam Mondal
Goutam Mondalhttps://wbtathya.com
গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Recent Post

Most Popular

x
Advertisements