চাকরির খবর

জল জীবন মিশন প্রকল্পে ‘গ্রুপ ডি’ কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন চলছে।

গ্রাম ও শহর এলাকার জলের ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে তোমরা দেখে থাকবে, প্রত্যেক গ্রাম-শহরে গঙ্গার জল পৌঁছে দেবার জন্য, রাস্তা খুরছে, জলের পাইপ বসাচ্ছে। বাড়িতে বাড়িতে টাইম কল বসিয়ে দিয়ে যাচ্ছে।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

এই প্রকল্পের নাম হল- জল জীবন মিশন প্রকল্প। এই প্রকল্পেই গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন কত পাবে? বয়স কত লাগবে? নিয়োগ প্রক্রিয়া রয়েছে? কিভাবে ফর্ম ফিলাপ করবে? এই সমস্ত তথ্য আজকের এই আর্টিকেলে আলোচনা করছি।

পদের নাম: এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।

কী কাজ করতে হবে?

দিনের নির্দিষ্ট সময়মতো ট্যাঙ্কির জলের মেশিন চালু করা। জলের ট্যাঙ্কি দেখাশোনা করা। কোনো কারনে বাড়ি বাড়ি জল পৌঁছাতে সমস্যা হলে, তা খতিয়ে দেখা। পাইপ ফেটে গেছে জল পৌছাচ্ছে না, বা নোংরা জল যাচ্ছে। কারোর বাড়ির টাইম কলে সমস্যা হতে পারে। অথবা জলের ট্যাঙ্কি বা মেশিনে কোনো সমস্যা হয়েছে। তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।

মাইনে

প্রথমেই বলে রাখি, তোমার কাজের লোকেশন অন্য জেলায় হতে পারে। সেক্ষেত্রে, জলের ট্যাঙ্কির পাশেই কর্মচারীদের থাকার জন্য ঘর করা আছে। যেখানে সমস্ত সুবিধা আছে। যেমন- রান্নার ব্যবস্থা, টয়লেট, ইলেকট্রিসিটি ইত্যাদি।

তোমাকে জলের ট্যাঙ্কির ওখানেই থাকতে হবে। থাকা সরকার দেবে বিনামুল্যে। খাবার ব্যবস্থা সম্ভবত নিজেকেই করতে হবে। এইসব ছাড়া প্রতিমাসে ৯০০০/- টাকা থেকে ১৩,০০০/- টাকার মধ্যে বেতন পাবে।

কারা আবেদন জানাতে পারবেন?

  • রাজ্যের যেকোন জেলার থেকে ছেলে ও মেয়ে সবাই এই প্রকল্পে কাজের জন্য আবেদন করতে পারবে।
  • নুন্যতম মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকা চাই। এছাড়া, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাস যোগ্যতা হলেও হবে।
  • ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হওয়া চাই।

কিভাবে নিয়োগ করা হবে?

সম্ভবত কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না। কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কর্মী নিয়োগ করা হবে। অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

ডকুমেন্ট কি লাগবে?

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে আবেদনকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।

এরপরে, কোন কোন জেলায় তুমি জব পোস্টিং নিতে চাও, তা বাছাই করে নিতে হবে। আবেদন সম্পূর্ণ হবার পর, সংস্থা কর্তৃপক্ষ তোমার সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রসেস এগোনোর জন্য।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements