ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীরা কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন দক্ষতায় প্রশিক্ষণ নিতে পারবেন।
অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। রেলমন্ত্রকের দ্বারা এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘রেল কৌশল বিকাশ যোজনা’ (Rail Kaushal Vikas Yojana)। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে এই প্রশিক্ষণের যাত্রা।
কিছু প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু করে দিয়েছে রেল দপ্তর। পদের নাম, নিয়োগ সংক্রান্ত বিবরণ, আবেদনের যোগ্যতা, মাসিক স্টাইপেন্ডের পরিমান, আবেদন পদ্ধতি এবং শূন্য পদের সংখ্যা সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Important Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯ই জানুয়ারি ২০২৫ |
আবেদন শুরু | ১০ই জানুয়ারি ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ২১শে জানুয়ারি ২০২৫ |
প্রকল্পের বিবরন
ভারতের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা জীবন সম্পূর্ণ করার পর যাতে কর্মজীবনের জন্য উপযোগী হয়ে উঠতে পারেন, সেই কারণে কেন্দ্র সরকারের রেল দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য। এখানে প্রশিক্ষণের পাশাপাশি কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয়ে উঠবেন ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি প্রশিক্ষণের শেষে রেল দপ্তরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট পাবেন প্রতিটি শিক্ষার্থী।
পদের নাম
রেলমন্ত্রকের পক্ষ থেকে শীতাতপ যন্ত্র সারাই, কাঠের কাজ, সিএনএসএস,মেশিনিস্ট, মেকানিক ইত্যাদি একাধিক পদে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে।
স্টাইপেন্ড
ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পদে প্রশিক্ষণ প্রাপকদের প্রশিক্ষণের শেষে যথাযথ সার্টিফিকেট দেওয়া হবে রেলমন্ত্রকের পক্ষ থেকে। তবে এখানে কোনরকম মাসিক বৃত্তি বা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে না।
আবেদনের যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য
এখানে মোট ১৮ দিন ধরে প্রশিক্ষণ দেবে ভারতীয় রেল দপ্তর। এই প্রশিক্ষণের সময়কালে ৭৫ শতাংশ উপস্থিতি রাখতে হবে প্রতিটি প্রার্থীকেই। যদিও এক্ষেত্রে প্রশিক্ষণের পর রেল দপ্তরে কর্মী হিসেবে নিয়োগ করার কোনরকম প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা নীচের লিঙ্কে গিয়ে সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। প্রথমে, Rail Kaushal Vikas Yojana এই ওয়েবসাইটে যেতে হবে। এরপরে, Application অপশনে মধ্যে Apply Here অপশনে ক্লিক করতে হবে।
তারপরে, Notification No, State এবং Institute Name বাছাই করতে হবে। যেই প্রতিষ্ঠানে আবেদন করতে চান, তা সর্বচ্চ ৩টি Preference এখানে চয়েজ করতে পারবেন। এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে বসিয়ে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করে দাও।
নিয়োগ প্রক্রিয়া
মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করেই রেল দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হবে মেধা তালিকা। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।