চাকরির খবর

RRB Group D Recruitment 2025: রেলে ৩৪ হাজার শুন্যপদে ‘গ্রুপ ডি’ নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ঘরে বসেই আবেদনের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি ভারতের যেকোনো রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে এখানে দরখাস্ত করা যাবে।

RRB Group D Recruitment 2025: হাজার হাজার চাকরি প্রার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে গ্রুপ ডি পদে বিশাল শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা এখানে ন্যূনতম যোগ্যতা থেকে আবেদন জানাতে পারবেন।

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ঘরে বসেই আবেদনের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি ভারতের যেকোনো রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে এখানে দরখাস্ত করা যাবে।

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদনের বিভিন্ন যোগ্যতা, প্রতিমাসের বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিষয়ে সমস্ত তথ্য উল্লেখ রইল আজকের প্রতিবেদনে। চাকরিপ্রার্থীরা অবশ্যই এখান থেকে সমস্ত তথ্য জেনে নিয়ে খুব সহজেই আবেদন জানাতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ23/01/2025
আবেদনের শেষ তারিখ22/02/2025

পদের নাম

রেলওয়ে গ্রুপ ডি বিভাগের অন্তর্গত একাধিক পদে যোগ্য কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

শূন্যপদের সংখ্যা

এখনো পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৪,৪৩৮ টি শূন্য পদে কর্মীদের নিয়োগ করা হবে।

Read More: রাজ্যের প্রতিটি জেলায় আধার অপারেটর নিয়োগ! মাধ্যমিক/HS পাশে আবেদন চলছে।

Qualification of RRB Group D Recruitment 2025

১) যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা এখানে সহজেই আবেদন জানাতে পারবেন।

২) ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে আবেদনের জন্য পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

৩) মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি ITI বা রেলওয়ের অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলেও বিভিন্ন সুযোগ-সুবিধা মিলবে চাকরিপ্রার্থীদের জন্য।

বয়স সীমা

সরকারি নিয়ম অনুসারে, ১৮ বছরের নিচে চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। সেই কারণে রেলের এই নিয়োগে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত সাধারণ চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য।

অপরদিকে অন্যান্য পিছিয়ে পড়া বর্গের (OBC) প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের এবং তপশিলি জাতি, উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন।

মাসিক বেতন

ভারতীয় রেলের গ্রুপ ডি (RRB Group D Recruitment 2025) বিভাগের সপ্তম বেতন ক্রম অনুসারে ১৯,৯০০/- টাকা থেকে মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এই সমস্ত বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য RRB র অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারবেন চাকরি প্রার্থীরা।

How to Apply for RRB Group D Recruitment 2025?

RRB র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে এখনো পর্যন্ত আবেদন গ্রহণ শুরু হয়নি, রেলওয়ের পক্ষ থেকে।

আবেদন মূল্য

CategoryApplication Fees
General/OBC CandidateRs. 500/-
SC/ST/Women CandidateRs. 250/-

নিয়োগ প্রক্রিয়া

আবেদনের উপর ভিত্তি করে প্রতিটি চাকরি প্রার্থীকে প্রথমে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং তারপরে কারিগরি জ্ঞান অথবা ইন্টারভিউ এর ওপর নির্ভর করে নিয়োগ করা হবে। যোগ্যতা অনুসারে চাকরিপ্রার্থীদের পৃথক বিভাগের জন্য নিয়োগ করবে RRB।

Important Links

Official WebsiteClick Here
Official NotificationDownload Pdf

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button