চাকরির খবর

BDO অফিসে কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ! এই ফর্মটি জমা করো।

আগ্রহি প্রার্থীরা যেকোন স্বীকৃত বা বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ হলেই তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, গণিত ও ব্যাবসা বোঝার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে।

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। BDO অফিসের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Whatsapp Channel Follow
Telegram Channel Join

আজকের এই প্রতিবেদনে কিভাবে আবেদন করবেন, নিয়োগ প্রক্রিয়া কি, মাইনে কত পাবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯/০১/২০২৫
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ২৪/০১/২০২৫

পদের বিবরন

নিয়োগ সংস্থাBDO Office – Khejuri-II – (Purba Medinipur)
পদের নামকমিউনিটি রিসোর্স পার্সন- এন্টারপ্রাইজ প্রমোশন
মোট শূন্যপদ০৫ টি

বেতনসীমা

উল্লিখিত পদের বেতন সংক্রান্ত কোন তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া নেই। এছাড়া বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

বয়স কি লাগবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন , ০১/০১/২০২৫ অনুযায়ী তাদের বয়স হয়স হতে হবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়মানুযায়ী, SC/ST/OBC প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় আছে।

Educational Qualification

আগ্রহি প্রার্থীরা যেকোন স্বীকৃত বা বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ হলেই তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, গণিত ও ব্যাবসা বোঝার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে।

নিয়োগ কিভাবে করা হবে?

দুটি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে।

  • লিখিত পরীক্ষা।
  • ইন্টারভিউ।

How to Apply

  • প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নে দেওয়া সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে।
  • হাতে কলমে প্রার্থীর সমস্ত সঠিক তথ্য লিখে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে।
  • তারপর সেটিকে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

Office of The Block Development Office, Khejuri – II Development Block, P.O.- Janka, Purba Medinipur, 721431.

Important Documents

  1. বয়সের প্রমানপত্র।
  2. ঠিকানার প্রমানপত্র।
  3. কাস্ট সার্টিফিকেট।
  4. মাধ্যমিকের মার্কশীট।
  5. ভোটার কার্ড।
  6. আধার কার্ড।
  7. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।
Back to top button
x
Advertisements