‘রঘু ডাকাত’, খাদানের পরে দেবের নতুন সিনেমার ঘোষণা! প্রযোজক SVF, পরিচালক ধ্রুব।
তবে নতুন বছরের শুরুতে একেবারে ধামাকা দিতে চলেছেন মহানায়ক। ২০২৫ সালের শুরুতেই তার পুজোর ছবি 'রঘু ডাকাত' এর একটি লুক শেয়ার করলেন তিনি।

নতুন বছরের পুজোর ছবি হিসেবে সিনেমা হলে আসতে চলেছে দেবের ‘রঘু ডাকাত’। রঘু ডাকাতের ভয়ংকর সিঁদুরবর্ণ ললাট সহ দুই চোখের ছবি আপলোড করে মহানায়ক জানিয়েছেন ‘হ্য়াপি নিউ ইয়ার। খাদান-এর পরে যেমনটা কথা দিয়েছিলাম। আমার নতুন কাজ নিয়ে আসছি। রঘু ডাকাত। পুজো ২০২৫।
ইতিমধ্যেই সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এর যৌথ প্রযোজনায় রমরমিয়ে চলছে খাদান সিনেমা। তার মধ্যেই বর্তমান মহানায়কের এই নতুন ঘোষণায় সকলেই অত্যন্ত খুশি। বর্তমান সময়ে দীপক অধিকারী বা দেবকে চেনেন না এমন বাঙালি প্রায় নেই বললেই চলে।
রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সিনেমা জগত সর্বত্রই নিজের খ্যাতি ধরে রেখেছেন মহানায়ক। ২০২৪ এর একেবারে শেষে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের যৌথ প্রযোজনায় দর্শকের সামনে এসেছে ‘খাদান’। বহু বছর বাদে দেবের কমার্সিয়াল ছবি পেয়ে অত্যন্ত খুশি নেটিজেনরা। বক্স অফিসেও রমরমে ব্যবসা করছে এই সিনেমা।
তবে নতুন বছরের শুরুতে একেবারে ধামাকা দিতে চলেছেন মহানায়ক। ২০২৫ সালের শুরুতেই তার পুজোর ছবি ‘রঘু ডাকাত’ এর একটি লুক শেয়ার করলেন তিনি। যেখানে দেবের শুধুমাত্র দুটি চোখ দেখা যাচ্ছে এবং বাংলা ব্যাপী জনপ্রিয় ভয়ংকর ডাকাতের চরিত্র অনুসারে কপাল ভর্তি সিঁদুর রয়েছে। বহুদিন আগেই এই ছবির ঘোষণা হয়ে গিয়েছিল, তবে এই ছবির প্রযোজনা নিয়ে শোনা গিয়েছিল বেশ কিছু জল্পনা।
যার মধ্যে লোকমুখে প্রচলিত হয়েছিল যে এই ছবির দায়িত্বভার নিতে চাইছে না SVF, বরং এই ছবির প্রযোজনার দায়িত্ব গিয়ে পড়তে পারে পুনরায় সুরিন্দর ফিল্ম স্যার উপর। তবে এই সমস্ত জল্পনা যে শুধুমাত্র এই গুজব সেটা সিদ্ধ করে দিয়েছে SVF। কারণ ২০২৫ এর পুজোর ছবি ‘রঘু ডাকাত’ এর প্রজনার দায়িত্বে রয়েছে SVF। যদিও এর সাথে যৌথ প্রযোজনায় দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চার্স। ‘খাদান’ ছবিতে সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন ছবির নায়ক নিজেই।
তবে এবারে শোনা যাচ্ছিল যে ‘রঘু ডাকাত’ ছবির সম্পূর্ণ পরিচালনার দায়িত্বই থাকবে মহানায়কের ওপর। অর্থাৎ বাংলা ছবি ‘রঘু ডাকাত’ এর হাত ধরেই ছবির পরিচালনায় পা রাখতে চলেছেন দীপক অধিকারী। যদিও এই তথ্য সম্পূর্ণ অসত্য প্রমাণিত হয়েছে। কারণ দেবের প্রকাশিত ছবি অনুসারে জানা যাচ্ছে যে ‘রঘু ডাকাত’ সিনেমাটির পরিচালনায় রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।