রাজ্যের DM অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ! ইন্টারভিউতে পাস করলেই চাকরি।

রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। নদীয়া জেলার DM Office এর পক্ষ থেকে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে কোন জেলার পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য , পদের নাম, বয়সসীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি তুলে ধরা হল।
Important Dates
আবেদন মাধ্যম | walk-in-intervew |
ইন্টারভিউয়ের তারিখ | 07.01.2024 (Tuesday) |
পদের বিবরণ
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate, Nadia Krishnagar |
পদের নাম | Guest Teacher এবং Group D |
স্কুলের নাম | Govt. Model School, Nakashipara (English Medium), Bethuadahari, Nadia. |
শুন্যপদের সংখ্যা | 04টি |
বেতন ও বয়সসীমা
১) এই পদে বেতনসীমা সম্পর্কে কোন বিস্তারিত তথ্য উল্লেখ করা নেই।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান তাদের বয়সসীমা সর্বোচ্চভাবে হতে হবে ৬৪ বছরের মধ্যে। তবে কম বয়সী প্রার্থীরা আগে সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই জীবন বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। তার সাথে বিএড বা সমমানের কোন ডিগ্রি থাকা আবশ্যিক।
২) প্রার্থীদের অবশ্যই একজন অবসর প্রাপ্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে হবে।
৩) এছাড়া যারা আবেদন করবেন তাদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
১) উল্লেখিত পদের জন্য ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোন রকম লিখিত পরীক্ষা হবে না।
২) আবেদন করার জন্য প্রার্থীদের নিজের বায়োডাটা ও প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলিকে নিয়ে 07.01.2024 (Tuesday) তারিখে সকাল ১১ টার মধ্যে উল্লেখিত স্থানে যেতে হবে। এছাড়া বিশদে জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভাল ভাবে পড়ে বুঝে নিন।
কি কি ডকুমেন্ট লাগবে ?
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক সার্টিফিকেট)।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (All academic mark sheets and certificates)।
- পাসপোর্ট সাইজের ছবি।
- পেনশন স্লিপ।