NALCO Job Recruitment 2025: ন্যাশনাল অ্যালুমিনিয়াম সংস্থায় ৫১৮ শূন্যপদে ট্রেনি নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন।
NALCO Job Recruitment 2025: রাজ্যের সমস্ত বেকার ছেলেমেয়েদের জন্য রয়েছে দারুন চাকরির সুযোগ। NALCO তে Operative Trainee পদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শুন্যপদ থাকছে ৫১৮টি। রাজ্যের যে কোন জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবে।
আজকের প্রতিবেদনে এই চাকরির গুরুত্বপূর্ণ তথ্য , শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সমস্তকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর | (NALCO) National Aluminium Company Limited |
পদের নাম, শুন্যপদের সংখ্যা
Post Name | Vacancy |
Junior Operative Trainee | 518 |
Important Dates
আবেদন শুরু | ৩১শে ডিসেম্বর, ২০২৪ |
আবেদন শেষ | ২১শে জানুয়ারী, ২০২৫ |
শিক্ষাগত যোগ্যতা (NALCO Job Recruitment 2025)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নুন্যতমভাবে মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে। এছাড়া যে সকল প্রার্থীদের আইটিআই,বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রি থাকবে, তারা আগে সুবিধা পাবে।
বেতন কাঠামো
Junior Operative Trainee পদে নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রত্যেক মাসে ১২,০০০/- টাকা থেকে শুরু করে ৭০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Read More: ফুড কর্পোরেশনে ৩৩ হাজার পদে নিয়োগ হবে জানুয়ারিতে।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই ২১/০১/২০২৫ তারিখ অনুযায়ী বয়সসীমা হিসাব করে নিতে হবে।
সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবে। SC/ST প্রার্থীরা ০৫ বছর এবং OBC-রা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবে।
নিয়োগ পদ্ধতি
এখানে (NALCO Job Recruitment 2025) আবেদনকারী প্রার্থীদের মোট তিনটি পদ্ধতিতে নির্বাচন করা হবে।
- Computer Based Examination.
- Personal interview.
- Document Verification.
How to Apply for NALCO Job Recruitment 2025?
ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তার জন্য প্রথমেই তাদেরকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলিকে সঠিক সাইজ মত আপলোড করবেন।
আবেদন ফি
জেনারেল/ ওবিসি | ১০০/- টাকা |
SC/ST | No Fees |
প্রয়োজনীয় ডকুমেন্ট
- জন্ম প্রমানপত্র।
- মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশিট।
- কাস্ট সার্টিফিকেট।
- কাজের অভিজ্ঞতার প্রমানপত্র।
- আধার ও ভোটার কার্ড।
এছাড়া বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো নোটিফিকেশনটি ভালভাবে পড়ে নিয়ে নিজ দায়িত্বে ফর্মটি ফিলআপ করুন।
Important Links
Official Website | Click Here |
Apply Link | Apply Now |
Official Notification | Download PDF |