চাকরির খবর

Railway TTE Recruitment 2025: পশ্চিমবঙ্গ রেলে টিকিট ক্লার্ক নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করো।

Railway TTE Recruitment 2025: রেলওয়ের চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হলো দুর্দান্ত সুখবর! ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ ডিভিশনে হল্ট কন্ট্রাকটার অর্থাৎ টিকিট সেলার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত নোটিফিকেশনের বিস্তারিত তথ্য যেমন পদের নাম, এর শূন্যপদের সংখ্যা , মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল। (Railway TTE Recruitment 2025)

হোয়াটস্যাপ চ্যানেল জয়েন
টেলিগ্রাম চ্যানেল জয়েন

Important Dates

আবেদনইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদনের শেষ তারিখ১৩/০১/২০২৫

পদের বিবরন

নিয়োগকারী দপ্তরEastern Railway, Sealdah Division
পদের নামহল্ট কন্ট্রাকটার
Name of Halt StationBathna Kritibas Halt Station in Nadia District, in between Phulia and Shantipur station.
শুন্যপদের সংখ্যাপ্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনোরকম শুন্যপদের সংখ্যা উল্লেখ করা নেই।

শিক্ষাগত যোগ্যতা (Railway TTE Recruitment 2025)

১) নুন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এই চাকরিতে আবেদন করা যাবে এবং তার সঙ্গে অবশ্যই তাকে ইংরেজিতে সাধারন জ্ঞ্যান থাকতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

Read More: সুখবর! লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতার টাকা সবাই পাবে। নিয়ম আরও সহজ হল।

বয়সসীমা ও বেতন

১) এই পদে আবেদন করার জন্য আবেদন কারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। এছাড়া বিশদে জানতে এই সংস্থার বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া আছে সেটি ডাউনলোড করে ভাল ভাবে পড়ে নিন।

২) বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে প্রতিমাসে নিযুক্ত কর্মীদের কমিশন ভিত্তিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Railway TTE Recruitment 2025)

সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানাতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সাথে আবেদন ফর্ম দেওয়া আছে। আবেদন পত্র ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করুন। আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পুরন করুন। তারপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জেরক্স করে আবেদন পত্রের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদন পাঠানোর ঠিকানা

Sr. Divisional Commercial Manager, DRM Building, Room No. 44, Eastern Railway, Sealdah, Kaizer Street, Kolkata-700014.

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. আবেদনকারীর বয়সের প্রমানপত্র (জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড)।
  2. কাস্ট সার্টিফিকেট।
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  4. ভোটার কার্ড।
  5. আধার কার্ড।
  6. মেডিক্যাল সার্টিফিকেট।
  7. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Goutam Mondal

গৌতম মণ্ডল WB Tathya সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button