IPPB Recrutiment 2024: ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ! অনলাইনে আবেদন করো এইভাবে।
IPPB Recrutiment 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য এবারের সুখবর ঘোষনা করলো ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগের পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে এবারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এক্ষেত্রে সিনিয়র অফিসার হিসাবে নিয়োজিত হতে পারবেন চাকরি প্রার্থীরা।
ভারতবর্ষে ডাক বিভাগ কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরের মাধ্যমে বিভিন্ন অফিসিয়াল বা আনঅফিসিয়াল চিঠিপত্র লেনদেন করা হয়ে থাকে। ডাক বিভাগের মাধ্যমে সরকার থেকে জনগণ সকলেই উপকৃত হন। এবার সেই ডাক বিভাগের পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদ তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
Important Dates
আবেদন গ্রহণ শুরু | ২১/১২/২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১০/০১/২০২৫ |
পদের নাম
সহকারী ব্যবস্থাপক – আইটি, ম্যানেজার আইটি, , সিনিয়ার ম্যানেজার আইটি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পদগুলিতে কর্মী নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্য পদ
সব মিলিয়ে এখানে (IPPB Recrutiment 2024) মোট ৬৮ টি শূন্য পদ তৈরি হয়েছে। এক্ষেত্রে কোন পদে কতজন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে নিতে হবে।
বেতনসীমা
কেন্দ্রীয় সরকারের IPPB র পক্ষ থেকে SO এর বিভিন্ন পদে নিয়োজিত কর্মীদের ভালো মানের বেতন প্রদান করা হয়ে থাকে।
Read More: ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ চলছে! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করো।
Qualification (IPPB Recrutiment 2024)
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোনরকম শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়নি। তবে সাধারণভাবে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য হয়ে থাকেন।
বয়স সীমা
২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যবর্তী বয়সী চাকরিপ্রার্থীরা সহজেই এই পদে আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
How to Apply for IPPB Recrutiment 2024?
চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। এর জন্য IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে। তারপর বিস্তারিত আবেদন পত্রটি সঠিক বিবরণের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে।
আবেদন পত্রটি ভালোভাবে পূরণ হয়ে গেলে একবার ভালোভাবে চেক করে নিয়ে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। প্রয়োজনে চাকরি প্রার্থীরা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Important Links
Official Notice | Download Pdf |
Form Fillup | Click Here |