ইন্টার্ন হিসেবে কাজ করতে চান? কেন্দ্রের এই সংস্থা দিচ্ছে সুযোগ।

বর্তমান সময়ে যথাযথ অভিজ্ঞতা না থাকলে কর্ম ক্ষেত্রে যোগদান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকারের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত Birla Industrial and Technological Museum-এর পক্ষ থেকে একটি ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ইন্টার্নশিপের স্টাইপেন্ড কত দেবে? নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? আবেদন কিভাবে করবেন? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি।
ইন্টার্নশিপের উদ্দেশ্য
ছাত্র-ছাত্রীরা নিজেদের কর্ম দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এই ইন্টার্নশিপ কোর্সে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হলো আজকের প্রতিবেদনে।
আয়োজক সংস্থা
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম বা BITM এর পক্ষ থেকে প্রশিক্ষণের জন্য ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে।
Qualification
১) উল্লেখ্য পদে আবেদনের জন্য সংস্থার পক্ষ থেকে পদার্থবিদ্যা, রসায়ন, বায়ো সায়েন্সেস, মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরাই আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
২) এর পাশাপাশি আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শূন্যপদ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট দুটি শূন্য পদে যোগ্য প্রজেক্ট ইন্টার্ন নিয়োগ করা হবে।
প্রশিক্ষণ চলাকালীন বেতন
সংস্কার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি কর্মী প্রতিমাসে 35,000/- টাকা স্টাইপেন্ড পাবেন।
আবেদন প্রক্রিয়া
এই ইন্টার্নশিপে আবেদন জানানোর জন্য সম্পূর্ণ অফলাইন মাধ্যমে নিজেদের বিবরণ সহ একটি আবেদন পত্র তৈরি করে সংস্থার অফিশিয়াল ঠিকানায় ডাক মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং সংস্থার ঠিকানা সমস্ত কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।
নিয়োগ পদ্ধতি
ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন নম্বর, ইন্টারভিউ এবং কাজের প্রতি নিষ্ঠা ও ইচ্ছার উপর ভিত্তি করে এই নিয়োগটি করা হবে।
নিয়োগের শর্ত
সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে এই নিয়োগবি হতে চলেছে মোট এক বছরের জন্য অর্থাৎ ইচ্ছুক প্রার্থীরা এক বছরের চুক্তিভিত্তিক Internship কোর্সটি করতে পারবেন। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এই সময়কাল আরো এক বছর বৃদ্ধি হতে পারে বলেও জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ
বর্তমানে এই ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ চলছে সংস্থার পক্ষ থেকে। 2025 সালের জানুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত এই ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে। তাই অবশ্যই ইচ্ছুক প্রার্থীরা যত শীঘ্র সম্ভব নিজেদের আবেদন জানিয়ে দিন।