স্টেট ব্যাঙ্কে ১৩ হাজার ক্লার্ক নিয়োগ চলছে! অনলাইনে আবেদন করো এখনই।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! বিপুল পরিমাণ শূন্য পদে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্যাংকের চাকরি প্রার্থীরা।
চাকরির আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই আজকের প্রতিবেদনটি থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকের পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 17/12/2024 |
আবেদনের শেষ তারিখ | 07/01/2025 |
পদের নাম
JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) জুনিয়র অ্যাসোসিয়েটস (গ্রাহক সহায়তা এবং বিক্রয়)।
মোট শূন্য পদের সংখ্যা
পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ১২৫৪ টি শুন্যপদ রয়েছে। এছাড়াও সারা দেশে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৩,৭৩৫টি।
Category | Vacancy |
SC | 288 |
ST | 62 |
OBC | 275 |
EWS | 125 |
GEN | 504 |
Total Vacancy | 1254 |
Qualification
১) আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে এবং মাধ্যমিক/উচ্চমাধ্যমিকে লোকাল ল্যাঙ্গয়েজ একটি বিষয় হিসেবে পড়তে হবে। মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের মার্কশীট দেখাতে হবে এটা প্রমান করার জন্য।
২) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (Graduate) পাশ করতে হবে অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকা চাই।
৩) যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ফাইনাল সেমিস্টারে পড়াশোনা করছেন তারা যদি ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে গ্রাজুয়েট হয়ে যান তাহলে এই পদে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা
০১/০৪/২০২৪ তারিখের হিসাবে আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।
বয়সের ছাড়
Caste | Age Relaxation |
SC/ST | 05 Years |
OBC | 03 Years |
Pwd (Gen/EWS) | 10 Years |
Pwd (SC/ST) | 15 Years |
Pwd (OBC) | 13 Years |
মাসিক বেতন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে এ নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ২৬,৭৩০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি মেট্রোপলিটন সিটিতে কর্মরত ব্যক্তিরা অতিরিক্ত বেতন সহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।
How to Apply
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের শেষে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং নির্ধারিত আবেদনমূল্য জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রিলিমিনারি এবং মেন্স এই দুটি লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিসশিপ করা ব্যক্তিরা এই ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে চলেছেন।
আবেদন মূল্য
তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের সমস্ত ব্যক্তির জন্য কোনোরকম আবেদন মূল্য নির্ধারিত করা হয়নি। অপরদিকে অন্যান্য ক্যাটাগরির চাকরি প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদনমূল্য প্রদান করতে হবে।