BDO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ! এই ফর্মটি জমা করুন।

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Wb DEO Recruitment 2024

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

রাজ্যের ব্লক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ চলছে। ইতিমধ্যে এখানে অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে।

Whatsapp Channel Join
Telegram Channel Join

এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাসিক মাইনে কত পাবেন? বয়সসীমা, শুন্যপদ, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য আলোচনা করছি।

Important Dates

আবেদন শুরু02/12/2024
আবেদনের শেষ তারিখ16/12/2024

পদের নাম ও শুন্যপদ

এখানে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে।

Post NameVacancy
Block Level Data Entry Operator (NRLM)01

বয়সসীমা

প্রার্থীর বয়সসীমা কমপক্ষে ২১ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি (Wb DEO Recruitment 2024) নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।

SC/ST Category05 Years
OBC Category03 Years

মাসিক মাইনে

বেতন সংক্রান্ত কোনো তথ্য অফিশীয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে, সরকারি নিয়মানুযায়ী গ্রুপ সি পদের যা বেতন হয়, তাই আপনি পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

DEO পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তন স্নাতক পাশ হতে হবে। সাথে, Computer Application চালানোর স্কিল থাকা চাই এবং একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে মোট চারটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে, আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এরপরে, শিক্ষাগত যোগ্যতার বিচারে নম্বর পাবেন। এছাড়া, মোট ২০ নম্বরের ইন্টারভিউ এবং ৩০ নম্বরের কম্পিউটার টেস্ট হবে।

আবেদন প্রক্রিয়া

সম্পূর্ণ অফলাইন প্রসেস আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সাথে আবেদন পত্র দেওয়া আছে। আবেদন ফর্মটি সঠিকভাবে পূরন করুন আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে। পরবর্তী ধাপে, প্রার্থীর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জেরক্স করে আবেদন ফর্মের সাথে দিয়ে দিন। নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. Age proof of the applicant.
  2. As identity proof of the applicant (Passport/Voter ID Card/Aadhaar Card Ration Card, etc.).
  3. All documents of educational qualification.
  4. Computer Certificate.
  5. Caste Parliament papers if any.
  6. Secondary and Higher Secondary Marksheet and Certificate.
  7. Besides and more others.

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment