ভারতীয় ডাক বিভাগ এবার দিচ্ছে টাকা রোজগার করার সুবর্ণ সুযোগ! বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার পাশাপাশি মানুষজন ব্যাংক কিংবা পোস্ট অফিসে নিজেদের কষ্টার্জিত রোজগারের টাকা কিছু পরিমাণ ইনভেস্ট করে থাকেন।
আজকে আমরা ডাক বিভাগের এমন এক স্কিম নিয়ে আলোচনা করব, যে স্কিমের মাধ্যমে আপনারা প্রতি মাসে রোজগার পর্যন্ত করতে পারবেন। তাহলে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বর্তমানে অনেকেই বেসরকারি বিভিন্ন জায়গায় কম সময়ে বেশি রোজগারের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকেন এবং অনেক সময় ঠকেও যান। ভারত সরকার অনুমোদিত পোস্ট অফিসের এই স্কিমে আপনি যদি টাকা বিনিয়োগ করেন, তাহলে একেবারেই ঠকবেন না। কারণ সরকার অনুমোদিত এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমে নিজেদের কষ্টের টাকা সঞ্চয় করলে নিশ্চিত রূপে রিটার্ন পাওয়া যাবে।
প্রকল্পের নাম– POMIS বা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম।
প্রকল্পের সুযোগ সুবিধা
১) পোস্ট অফিসের এই ক্রিমের মাধ্যমে প্রতি মাসে ৯০০০/- টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ রয়েছে।
২) সঠিক উপায় বিনিয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার টাকার মালিক হয়ে উঠবেন আপনি।
৩) এই প্রকল্পে বার্ষিক সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ।
৪) এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় তথা বিনিয়োগ করা সম্ভব।
৫) এছাড়াও যৌথ একাউন্ট থাকলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
৬) এই প্রকল্পের মাধ্যমে ম্যাচিউর হওয়ার পূর্বেই টাকা তুলে নেওয়ার সুবিধাও প্রদান করা হয়ে থাকে।
৭) তবে প্রিম্যাচিউর টাকা তোলার ক্ষেত্রে পোস্ট অফিসের কাছে অবশ্যই পেনাল্টি চার্জ দিতে হবে।
আবেদনের শর্ত
ভারতবর্ষের যে কোন বাসিন্দা খুব সহজেই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীর নামে পোস্ট অফিসের একটি সেভিংস একাউন্ট থাকা বাধ্যতামূলক।
অন্যান্য তথ্য
পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম এর মাধ্যমে আপনি নূন্যতম ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা রয়েছে ৯ লক্ষ টাকা পর্যন্ত। এক্ষেত্রে নয় লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে সুদের পরিমাণ থাকবে ৫,৫৫০ টাকা করে।
অপরদিকে যৌথ একাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে, যেখানে শব্দ.4 শতাংশ বার্ষিক সুদের হারে বার্ষিক মোট সুদের পরিমাণ হয় ১,১১,০০০ টাকা। অর্থাৎ মাসিক সুদ ৯,২৫০ টাকা।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা নিকটবর্তী ডাক বিভাগে গিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বললেই আপনারা এই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে এবং আবেদন করতে পারবেন।