নৈনিতাল ব্যাঙ্কে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। যার ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করবেন? বয়সসীমা, শুন্যপদ, মাসিক মাইনে কি রয়েছে? কিভাবে প্রার্থী বাছাই করা হবে? বিস্তারিত আলোচনা করছি আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা | THE NAINITAL BANK LIMITED |
পদের নাম | Clerks |
শুন্যপদ | ২৫ টি |
আবেদন প্রক্রিয়া | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | 22.12.2024 |
পদের নাম– ক্লার্ক (Clerks)
শুন্যপদ– ২৫ টি
বয়সসীমা– নুন্যতম ২১ বছর থেকে সর্বচ্চ ৩২ বছরের মধ্যে বয়স থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ৩১/১০/২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে গ্রাজুয়েশন/পোস্ট-গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে। সাথে, কম্পিউটারে স্কিল থাকা চাই। পাশাপাশি, ইংরেজি ও হিন্দী ভাষা জানতে হবে।
মাসিক মাইনে– এই পদে মাইনে থাকবে ২৪,০৫০/- টাকা প্রতিমাসে। সাথে বেসিক পে, DA এবং অন্যান্য সমস্ত রকম এলাউন্স পাবে।
নিয়োগ প্রক্রিয়া– ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে, কম্পিউটার স্কিল টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষা সেন্টার
- Haldwani, Distt. Nainital (Uttarakhand)
- Dehradun (Uttarakhand)
- Roorkee (Uttarakhand)
- Bareilly (Uttar Pradesh)
- Meerut (Uttar Pradesh)
- Moradabad (Uttar Pradesh)
- Lucknow (Uttar Pradesh)
- Jaipur (Rajasthan)
- Delhi / NCR
- Ambala (Haryana)
লিখিত পরীক্ষার সিলেবাস
পরীক্ষার সময় থাকবে মোট ১৪৫ মিনিট। প্রশ্নপত্র হবে শুধুমাত্র ইংরেজী ভাষায়। নেগেটিভ নম্বর- 0.25 নম্বর কাটা যাবে ১টি প্রশ্নের ভুল উত্তরের জন্য।
Name of the Test | Questions/Marks |
Reasoning | 40/40 |
English Language | 40/40 |
General Awareness (with special reference to Banking) | 40/40 |
Computer Knowledge | 40/40 |
Quantitative Aptitude | 40/40 |
Total | 200/200 |
আবেদন প্রক্রিয়া- নৈনিতাল ব্যাঙ্কের অফিশিয়াল পোর্টালে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।