সামনেই আসছে গরমকাল। গরমকাল মানেই হু হু করে বেড়ে যাওয়া বিদ্যুৎ বিল। প্রত্যেক মাসের শেষে যখন গ্রাহকেরা হাতে পান সেই বিল, রীতিমতো নাভিশ্বাস ওঠে প্রত্যেকের। বর্তমানে বাজারে যেকোনও কিছুর দামি হু হু করে বেড়ে চলেছে। এই মুহূর্তেই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মানুষের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এক নতুন স্কিমের ঘোষণা করা হয়েছে। যা অনেকটাই সাধারণ নিম্নবিত্ত গরীব মানুষকে সাহায্য করবে বলেই মনে করেছেন তিনি। এই স্কিম অনুযায়ী এক ধাক্কায় অনেকটা কমে যাবে বিদ্যুতের বিল।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কী এমন প্রকল্প? কবে থেকেই বা এই প্রকল্প চালু করা হচ্ছে? কি কি সুবিধা পাওয়া যাচ্ছে? কীভাবেই বা করা যাবে আবেদন?
হাসির আলো স্কীম কি?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা সামনে আনা নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘হাসির আলো প্রকল্প’। যদিও এই প্রকল্পটি সূচনা হয়েছিল 2020 সালে।
এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন রাজ্যবাসী তারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত বহু মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন। তবে অনেকেই এই প্রকল্প সম্বন্ধে ওয়াকিবহল নয়।
How To Apply
এই প্রকল্প অনুযায়ী রাজ্য সরকার সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করবেন। যাদের রয়েছে অন্তদোয় অন্য যোজনা বা বিপিএল রেশন কার্ড তারাই এই বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন।
যদি 75 ইউনিটের বেশি বিদ্যুৎ বিল হয় তাহলে 75 ইউনিট বাদ দিয়ে যেটুকু নিয়ে বেশি বিল হয়েছে সেই বিলের অংক পেমেন্ট করতে হবে গ্রাহককে।
এই প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র। বিদ্যুৎ দপ্তর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তা অনুসন্ধান করার পরেই হাসির আলো এই প্রকল্পটি চালু করবেন কিনা তা সিদ্ধান্ত নেবেন।