শিক্ষকতাকে আমাদের সমাজে একটি অন্যতম প্রসিদ্ধ পেশা বলে মনে করা হয়। জীবনে চলার পথে শিক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের কাছে এই শিক্ষার আলো পৌঁছে দেন একজন ভালো শিক্ষক অথবা শিক্ষিকা।
তাই প্রচুর মানুষ শিক্ষকতাকে নিজের পেশা গড়ে তুলে জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন। এইবারে আপনারা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে ছোট থেকে বড় সকল ছাত্র-ছাত্রীদের পড়ানোর সুযোগ পেয়ে যাবেন। এই বিষয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
বাড়িতে বসে শিক্ষকতা করার সুযোগ করে দিচ্ছে Vedantu অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ছোট থেকে বড় সকল ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত শিক্ষা প্রদান করতে পারবেন আপনি। এই অ্যাপে কীভাবে নিজের নাম এনরোল করবেন? কোথায় আবেদন করতে হবে? মাসিক বেতন কত পাবেন? নিয়োগ কীভাবে করা হবে? এই সমস্ত খুঁটি নাকি প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে।
Post Name
Tution Teacher (টিউশন টিচার)।
নিয়োগকারী সংস্থা– Vedantu। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রতিটি চাকরিপ্রার্থীকে নিজের নাম নথিভুক্ত করাতে হবে।
How To Apply In Vedantu App?
চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে Vedantu-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। এর জন্য প্রথমে নিজের নাম এবং যাবতীয় ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে আবেদন পত্রে। তারপর নিজের সিভি আপলোড করে দিতে হবে।
CV/Biodata আপলোড করা হয়ে গেলে ছাত্র-ছাত্রীদের আপনি কীভাবে শিক্ষা প্রদান করবেন সেই বিষয়ে একটি ছোট ভিডিও আপলোড করতে হবে। আপনি কোন কোন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াতে ইচ্ছুক এবং কত টাকা মাসিক বেতন হিসাবে পেতে চান সেই বিষয়েও তথ্যপূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে।
Working Time
এক্ষেত্রে প্রতিটি শিক্ষক অথবা শিক্ষিকা বাড়িতে থেকেই ছাত্র-ছাত্রীদের পড়াতে পারবেন। যেহেতু বাড়িতে থেকে পড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে সেই কারণে নিজের পছন্দমত সময়ে পার্টটাইম অথবা ফুল টাইম হিসাবে এই কাজ করা যেতে পারে।
Monthly Salary
পার্টটাইম কাজের ক্ষেত্রে প্রতিমাসে প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং ফুলটাইম কাজের ক্ষেত্রে মাসিক প্রায় ৭৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন একজন শিক্ষক বা শিক্ষিকা।
Selection Process
এক্ষেত্রে আবেদনের পর প্রাথমিকভাবে স্ক্রিনিং করা হবে এবং তারপরে যোগ্যতার বিচার করে আপনার কাছে একটি ইমেইল পাঠানো হবে। এই ইমেইল পাওয়ার সাথে সাথেই আপনাকে পড়ানোর একটি ডেমো ভিডিও করে আপলোড করতে হবে। তারপর আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে Vedantu অ্যাপে পড়ানোর সুযোগ করে দেওয়া হবে।