নিজের ব্যবসা শুরু করতে চান? কোনপ্রকার গ্যারান্টার ছাড়াই, ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন এই স্কীমে!

By: WB Tathya

On: March 8, 2025

Follow Us:

Pradhan Mantri Mudra Yojana

Job Details

Job Salary:

Job Post:

Qualification:

Age Limit:

Exam Date:

Last Apply Date:

দেশের বেকার যুবক-যুবতীদের নিজের পায়ে দাড় করানোর জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এমন একটি প্রকল্প হল- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা/ Pradhan Mantri Mudra Yojana (PMMY)। এই প্রকল্পে কোনপ্রকার গ্যারান্টার (Guarantor) ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan) নিতে পারবেন।

Whatsapp Channel Join
Telegram Channel Join

কেউ যদি নিজের ব্যবসা শুরু করতে চান, অথবা ব্যবসা (Business) বাড়াতে চান, তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনার কাজ হয়ে যাবে। ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে।

চলুন জেনে নিই- কিভাবে এখানে আবেদন করবেন? কি যোগ্যতা লাগবে? এই প্রকল্পে সুদের হার কত? মুদ্রা লোনের (Mudra Loan) জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? এই সমস্ত তথ্য বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

Interest Rate

প্রথমত, এই স্কিমে যে ঋণ পাবেন, তাতে কোন গ্যারান্টার লাগবে না। প্রয়োজন নেই কোনো আবেদন ফি-এরও। তবে সুদের হার (Interest Rate) ব্যাঙ্ক অনুযায়ী ভিন্ন ভিন্ন। প্রতি বছর ৯ থেকে ১২ শতাংশ সুদের হার হয়ে থাকে।

কি ধরনের ব্যবসা করলে এই স্কীমে লোন পাবেন?

  • Non-corporate
  • Non-farming small & micro enterprises
  • Trading
  • Manufacturing
  • Services Sector

Loan Category

সরকার স্বীকৃত এই স্কীমে (Scheme) ৫০,০০০/- থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। এই তিনটি ক্যাটাগরিতে-

ক্যাটাগরিঋণের পরিমান
শিশু (Shishu Category)Up to Rs. 50,000
কিশোর (Kishore Category)Rs. 50,001 to Rs. 5 lakhs
তরুণ (Tarun Category)Rs. 5,00,001 to Rs. 10 lakhs

Eligible Applicants

শুধুমাত্র এই ক্যাটাগরির প্রার্থীরাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন-

Individuals, Proprietary Concern, Partnership Firm, Private Limited Company, Public Company, Entities of any other legal forms.

২/ ইতিমধ্যে কোনো ব্যাঙ্ক অথবা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া থাকলে তা পরিশোধ করতে হবে এবং Satisfactory Credit Track Record থাকতে হবে।

৩/ প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা থাকা চাই।

Nature of Assistance

  • Term Loan
  • Overdraft Limit
  • Working Capital Loans
  • Composite Loans for acquiring Capital Assets

এই লোনে কোন সাবসিডি (Subsidy) পাবেন?

না! প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্কীমের আওতায় যে লোন পাবেন, সেখানে কোনো সাবসিডি/ভর্তুকি পাবেন না। সুদ সহ পুরো মুলধন পরিশোধ করতে হবে।

Documents Needed

  • ব্যবসা পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট (Project Report)
  • আবেদন ফর্ম
  • পাসপোর্ট মাপের ফোটো
  • KYC ডকুমেন্ট
  • বৈধ পরিচয় পত্র
  • ঠিকানার প্রমানপত্র
  • আয়ের শংসাপত্র (Income Proof)

How To Apply

এই স্কীমে আবেদন প্রক্রিয়াটি একদম সহজ। অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জানাতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য, উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট নিয়ে যেকোন ব্যাঙ্কে চলে যান। সেখানে আলাদা করে লোন ডিপার্টমেন্ট (Loan Department) আছে। ব্যাঙ্ক নিজেই আপনার আবেদন করে, লোন মঞ্জুর করে দেবে।

অনলাইনে, আবেদন করতে চাইলে প্রার্থীকে মুদ্রা যোজনার অফিশিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে, ব্যবসা সংক্রান্ত তথ্য সাথে আবেদনকারীর সমস্ত দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সবশেষে, প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে।

WB Tathya is a trusted multi-platform community — YouTube channel, website, Facebook page, Instagram, and X — sharing free work-from-home job updates, online earning tips, and the best skill suggestions to help you get better jobs. With 6 years of experience working in the digital and social media space, we are dedicated to guiding you towards the right opportunities and reliable information.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment